

এবিএনএ: জমি ও ফ্ল্যাটের রেজিস্ট্রেশন খরচ কমানোর দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। মঙ্গলবার (২ অক্টোবর) মতিঝিল ফেডারেশন ভবনে স্ট্যান্ডিং কমিটি রিলেটিং টু মিনিস্ট্রি অব ল্যান্ডের সভায় এ দাবি জানানো হয়।সভায় জমি এবং ফ্ল্যাট রেজিস্ট্রেশন খরচ কমানোর দাবি ছাড়াও একই জমি, ফ্ল্যাট প্রতিবার কেনা-বেচার সময় যাতে রেজিস্ট্রেশন খরচ বার বার না দিতে হয় সে বিষয়টিও বিবেচনার আহ্বান জানানো হয়েছে। সভায় ভূমি রেকর্ড সংরক্ষণের বিষয়টি আধুনিক ও যুগোপযোগী করার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে। এ ছাড়া রাজধানীর জলাবদ্ধতা নিরসন ও যথাযথ পানি নিষ্কাশনের লক্ষ্যে খালগুলো পুনরুদ্ধারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া আবাসন করার সময় জলাশয়গুলো যেন অপরিকল্পিতভাবে ভরাট না করে সেই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজরদারির পাশাপাশি ডিটেইলড এরিয়া প্ল্যানের (ড্যাপ) কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেন। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান মো. এমারত হোসেন। এফবিসিসিআইয়ের পরিচালক হাফেজ হারুন অর রশিদসহ বিভিন্ন খাতের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।