আইন ও আদালতবাংলাদেশশিক্ষা
এসএসসির ভুয়া প্রশ্ন বিক্রির অভিযোগে গ্রেফতার ৬

এবিএনএ : চলতি এসএসসি পরীক্ষার ‘ভুয়া প্রশ্নপত্র’ বিক্রির অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, রাজু আহম্ম্দ, ফয়সালুর রহমান আকাশ, জুয়ায়ের আয়েজ, মহিউদ্দিন ইমন, স্বাধীন আলম মাহমুদ ও কাজি রাশিদুল ইসলাম রনি।
এবিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ইউসুফ জানান, সোমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তারা এসএসসির বিভিন্ন প্রশ্নপত্র ভুয়া আকারে তৈরি করে পরীক্ষার্থীদের কাছে বিক্রি করে আসছিল বলে অভিযোগ পাওয়া গেছে।
Share this content: