বাংলাদেশরাজনীতিলিড নিউজ

জনগণের ঐক্যের জন্য খালেদা জিয়া দোয়া করেছেন

এবিএনএ: ভোট নিয়ে খালেদা জিয়ার সঙ্গে কথা হয়নি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি ভীষণ অসুস্থ। অনেকদিন পর তার সঙ্গে দেখা হলো, সেখানে তার শারীরিক অসুস্থতা নিয়েই কথা হয়েছে।

আজ সোমবার বিকেলে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের একথা জানান মির্জা ফখরুল। মির্জা ফখরুল ইসলাম বলেন, জনগণকে নিয়ে আমরা যে রাজনৈতিক ঐক্য গড়েছি সেই ঐক্যের জন্য খালেদা জিয়া দোয়া করেছেন।

তিনি বলেন, খালেদা জিয়ার শরীরে ব্যথা আরো বেড়েছে। কয়েকদিন যাবত তাকে থেরাপি দেওয়া হয়নি। তবে সোমবার তাকে থেরাপি দিতে চিকিৎসকরা ফের কারাগারে ঢুকেছেন। এ সময় খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তির দাবি করেন বিএনপি মহাসচিব। এদিন দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও মির্জা আব্বাস খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

Share this content:

Related Articles

Back to top button