আইন ও আদালতবাংলাদেশলিড নিউজ
খালেদা জিয়ার ১১ মামলার পরবর্তী শুনানি ২৮ মার্চ

এবিএনএ : অসুস্থতার কারণে হাজিরা দিতে ঢাকার নিম্ন আদালতে যাননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাষ্ট্রদ্রোহের একটি ও নাশকতার ১০ মামলায় মঙ্গলবার খালেদা জিয়ার আদালতে হাজির হওয়ার জন্য দিন ধার্য ছিল।
তার আইনজীবী সানাউল্লাহ মিয়া এবং মাসুদ আহমেদ তালুকদার আদালতে বলেছেন, খালেদা জিয়ার আজ আদালতে হাজির হওয়ার কথা ছিল। তিনি আদালতে আসার প্রস্তুতিও নিয়েছিলেন। কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়ায় আদালতে আসতে পারেননি। এজন্য আমরা তার পক্ষে সময় প্রার্থনা করছি। অপরদিকে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু এর বিরোধিতা করেন।
শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির তারিখ ২৮ মার্চ ধার্য করেন। ওই দিন খালেদা জিয়াকে আদালতে হাজির থাকার নির্দেশ দেন আদালত।
Share this content: