আন্তর্জাতিকলিড নিউজ

ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের: ‘অস্ত্র জাদুঘরে রাখার জন্য নয়’

এবিএনএ:  কাশ্মীর হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এর মধ্যেই ইসলামাবাদ থেকে এসেছে কড়া হুঁশিয়ারি। পাকিস্তানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ভারত যদি সামরিক হামলা চালায়, তবে তার জবাব দেওয়ার জন্য পাকিস্তান সম্পূর্ণ প্রস্তুত।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ঘনিষ্ঠ উপদেষ্টা ফয়সাল কুন্ডি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, ইসলামাবাদের কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে যা ইঙ্গিত করে ভারত খুব শিগগিরই, হয়তো কয়েক ঘণ্টা বা দিনের মধ্যেই আক্রমণ চালাতে পারে।

তিনি বলেন, “আমাদের অস্ত্র কোনো জাদুঘরের প্রদর্শনীর জন্য নয়, বরং দেশের প্রতিরক্ষার জন্য রাখা হয়েছে। আমরা সার্বভৌমত্ব রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত।”

২২শে এপ্রিল কাশ্মীরের পাহেলগাঁওয়ে ভয়াবহ হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর থেকে ভারত-পাকিস্তান উত্তেজনা তীব্র হয়েছে। ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে।

কুন্ডি অভিযোগ খারিজ করে বলেন, এই ধরনের দাবির পক্ষে ভারত কোনো নির্দিষ্ট প্রমাণ দেয়নি। বরং পাকিস্তান বরাবরই শান্তিপূর্ণ সমাধানের পক্ষপাতী।

হামলার পর ভারত বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে অন্যতম সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা — decades পুরনো পানি বণ্টন চুক্তি। পাকিস্তান এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং একে ‘উস্কানিমূলক’ বলে অভিহিত করেছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইসলামাবাদ ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

দুই প্রতিবেশীর মধ্যে এ ধরনের উত্তেজনা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করছেন।

সূত্র: প্রেস টিভি

Share this content:

Back to top button