বাংলাদেশরাজনীতিলিড নিউজ

খুলনা-৪ আসনের এমপি মোস্তফা রশিদী সুজা আর নেই

এবিএনএ: খুলনা-৪ আসনের সংসদ সদস্য, সাবেক হুইপ ও খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৬ জুলাই) দিবাগত রাত ১২টায় তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে ভুগছিলেন। এমপি সুজার ভাই এস এম মোর্তজা রশিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, ওই হাসপাতাল থেকেই আট মাস আগে তার কিডনি প্রতিস্থাপন করা হয়। ১৮ জুলাই আবার চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুরে যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি তিনবার খুলনা-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ৯৬-থেকে ২০০১ সাল তিনি জাতীয় সংসদের হুইপ’র দায়িত্ব পালন করেন। তিনবার খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। একবার কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৫৩ সালের ২ মার্চ বাগেরহাটের ফকির হাটে জন্মগ্রহণ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button