বিনোদন

জঙ্গলের অতিথি মনিকা বেলুচ্চি!

এ বি এন এ : হলিউডের লাস্যময়ী তারকা মনিকা বেলুচ্চি বিশ্বজুড়ে জনপ্রিয় হয়েছেন তার অভিনয় দক্ষতা দিয়ে। যদিও বয়স হওয়ার ফলে রুপালী জগতে নিজের আনাগোনাটা কিছুটা কমিয়ে দিয়েছেন। তাই বলে কিন্তু এই নায়িকার রূপ লাবন্যের কমতি নেই।

সম্প্রতি শোনা যাচ্ছে মার্কিন টিভি সিরিজ ‘মোজার্ট ইন দ্য জঙ্গল’ -এ অতিথি চরিত্রে দেখা যাবে মনিকাকে।

মাদক, যৌনতা ও ক্লাসিক্যাল সংগীত নিয়ে নির্মিত এই টিভি সিরিজটি প্রথম প্রচার হয় হয় ২০১৪ সালে। আর এর দ্বিতীয় পর্ব প্রচার হয় ২০১৫ সালে। তারই ধারবাহিকতায় আসতে যাচ্ছে জনপ্রিয় এই টিভি সিরিজটির তৃতীয় সিক্যুয়্যাল। আর সেখানেই মনিকাকে দেখা যাবে একজন আবেদনময়ী অর্কেষ্টা বাদকের ভূমিকায়।

বিখ্যাত বেহালা শিল্পী মোজার্টের স্মৃতিচারণের লক্ষ্যেই নির্মাণ করা হয় এই টিভি সিরিজটি।

৫১ বছর বয়সী মনিকাকে সর্বশেষ দেখা গিয়েছিলো ব্রিটিশ গোয়েন্দা চরিত্র নিয়ে নির্মিত বিখ্যাত সিরিজ জেমস বন্ডের শেষ কিস্তি ‘স্পেকটার’ -এ। ছবিটিতে জেমস বন্ডের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলেন ইতালিয়ান এই অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button