ফেসবুকে ভেরিফায়েড হলেন মেহজাবিন

এবিএনএ : ফেসবুক কর্তৃপক্ষের কাছে বাংলাদেশি তারকাদের গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন তারকার ফেসবুক একাউন্ট এবং পেজ ভেরিফায়েড হয়েছে।
ফেসবুকে ফেরিফায়েড হয়েছেন লাক্সতারকা মেহজাবিন চৌধুরী। এখন ফেসবুকে তার একাউন্টটিতে নামের পাশে নীল রঙের বৃত্তে সাদা রঙের টিক চিহ্ন দেখাচ্ছে। ফলে জনপ্রিয় এই অভিনেত্রীর ফেসবুক একাউন্টটি এখন থেকে থাকবে ফেসবুক কর্তৃপক্ষের নজরদারিতে।
ভেরিফায়েড হওয়ায় ফেসবুকে মেহজাবিনের নামের সব ভুয়া অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। এ ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করে মেহজাবিন বললেন, ” এটা আমার জন্য অনেক আনন্দের সংবাদ। ফেক অ্যাকাউন্টের কারণে অনেকেই আমাকে ফেসবুকে খুঁজে পেতেন না। এখন আর সেটা হবে না। এতে করে ফেক আইডিগুলো বন্ধ হয়ে যাবে। বাংলাদেশি কয়েকজন অভিনেত্রীর মধ্যে আমার ফেসবুক অ্যাকাউন্টটিও ভেরিফায়েড হয়েছে। ”
মেহজাবিনের ফেসবুক অনুসারীর সংখ্যা এখন ২ লাখ ৮০ হাজারেরও বেশি। তার নিজস্ব ফেসবুক আইডির লিংক : www.facebook.com/neibazahem
Share this content: