বিনোদনলিড নিউজ

‘ছেলেদের কাছে যৌনতা মজার, কিন্ত মেয়েরা করলে অপরাধ’

এবিএনএ : থামার নামই নেই বলিউড অভিনেত্রী কঙ্গনার। একের পর এক সাক্ষাৎকারে করে যাচ্ছেন বিস্ফোরক মন্তব্য। কখনও তার আক্রমণের লক্ষ্য হৃতিক, কখনও আবার আদিত্য পাঞ্চালি বা করণ জোহর। বেছে বেছে পুরুষদের আক্রমণ করছেন কেন কঙ্গনা, এই প্রশ্ন উঠতে শুরু করেছে ইন্ডাস্ট্রিতে। কঙ্গনা কি তাহলে পুরুষ বিদ্বেষী? উত্তর দিলেন কঙ্গনা।গতকাল শনিবার মুম্বাইয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। সেখানে তাকে এবিষয়ে প্রশ্ন করা হয়। উত্তরে কঙ্গনা বলেন, আমি পুরুষ বিদ্বেষী নই। বরং, আমার মেয়ের থেকে ছেলে বন্ধুর সংখ্যা অনেক বেশি। কবে যে ফেমিনিস্ট হয়ে গেলাম জানি না। আমাদের সমাজে লিঙ্গ বৈষম্য আছে। একজন আর একজনকে ছোটো করে দেখে। এসব দেখে অবাক লাগে।

নিজের বক্তব্যকে বোঝানোর জন্য উদাহরণ দেন কঙ্গনা। টেনে আনেন যৌনতার প্রসঙ্গ। তার বক্তব্য, এমন অনেক বিষয় আছে যেগুলো ছেলেরা করলে দোষ নেই। মেয়েরা করলে সমাজ আঙুল তুলবে। যেমন যৌনতা। ছেলেদের কাছে যৌনতা করাটা মজার, কিন্তু মেয়েরা করলে সেটা অপরাধ বলে ধরে নেওয়া হয়।  উদাহরণ দিতে গিয়ে নিজের ছবির প্রসঙ্গ টেনে এনেছেন কঙ্গনা। জানিয়েছেন, গ্যাংস্টার ছবি রিলিজ করার পর তার মা খুশি হয়েছিলেন। বিরক্ত হয়েছিলেন তার বাবা। কারণ, ছবিতে তাকে বোল্ড লুকে দেখা গিয়েছিল। যা হয়তো মেনে নিতে পারেননি। ছবির বার্তা তার বাবার পছন্দ হয়নি।

Share this content:

Related Articles

Back to top button