এবিএনএ : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী মীর্জা আব্বাস বলেছেন, এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন করবে না বিএনপি। একদলীয় নির্বাচন এদেশের সাধারণ মানুষ মেনে নেবে না। বিএনপি সেই নির্বাচন প্রতিহত করবে।’ তিনি বলেন, ‘সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন নয়। নির্বাচন কমিশনারের নামে হুদা মার্কা ছাগল খুঁজছে সরকার।’
আজ বুধবার বিকেলে যশোর টাউন হল ময়দানে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বিএনপি আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস আরো বলেন, শেখ হাসিনার সরকার মনে করে, তিনি (বেগম জিয়া) বাইরে থাকলে তাদের সমূহ বিপদ। আমরা সভা-সমাবেশে এই সরকারকে খুন-গুম-লুণ্ঠনের সরকার বলেছি। আজ সারাবিশ্ব সেটি জেনেছে। এই সরকারের প্রধান সেনাপতি আব্দুল আজিজের দুই ভাই কুখ্যাত সন্ত্রাসী জোসেফ ও হারেজকে মুক্তি দিয়ে বিদেশে পাঠালেও অসুস্থ একজন সাবেক প্রধানমন্ত্রীকে সুচিকিৎসা নিতে বাধা দিচ্ছে। সারাবিশ্ব আজ এই সরকারের চিনে ফেলেছে, সে কারণে তাদের আর্মি অফিসার, পুলিশ অফিসার, র্যাব অফিসারসহ দলের শীর্ষ কয়েক নেতার ভিসা বাতিল করে দিয়েছে।
যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে গণসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির, কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
গণসমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ মসিউর রহমান, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ডু, ধর্মবিষয়ক সহ-সম্পাদক অমলেন্দু দাস অপু, জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, স্থানীয় বিএনপি নেতা মারুফুল ইসলাম, ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব প্রমুখ উপস্থিত ছিলেন।