আইন ও আদালতলিড নিউজ

চোর-ডাকাতকে ধরিয়ে দিলেই ৫ হাজার টাকা পুরস্কার!

এবিএনএ : কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জামাল চোর ও বিল্লাল ডাকাতকে ধরিয়ে দিলে ৫ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন ওসি আজম উদ্দিন মাহমুদ। রোববার সকালে থানা কমপ্লেক্সে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

সদর এলাকার জামাল হোসেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চিহ্নিত দাগী চোর ও একাধিক মামলার পলাতক আসামি। আর ছাতিয়ানী গ্রামের বিল্লাল একাধিক ডাকাতি মামলার পলাতক আসামি। এ সময় ওসি বলেন, উপজেলার প্রত্যন্ত অঞ্চলে সন্ত্রাস, চোরাচালান, জঙ্গিবাদসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। গ্রাম পুলিশ নিজেদের গ্রামে বসবাস করে বিধায় তারা ওই গ্রামের সব শ্রেণি-পেশার লোকদের খুব ভালভাবে চেনেন ও জানেন। সে কারণে গ্রামে সমাজ বিরোধী ও আইন-শৃঙ্খলা পরিপন্থী কাজে যারাই জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনতে তথ্য দিয়ে পুলিশ বাহিনীকে সহযোগিতা করতে হবে।

তিনি বলেন, যারা গ্রামে চুরি, ডাকাতি, চোরাকারবারী, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত থাকবে তাদের ধরিয়ে দিতে হবে। গ্রাম পুলিশরা সঠিকভাবে তাদের দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিলে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়া হবে। দায়িত্ব পালনে কেউ বাধার সৃষ্টি করলে তারা যত বড় ক্ষমতাবানই হোক না কেন তাদের ছাড় দেয়া হবে না। এসএসসি ও সমমানের পরীক্ষার ডিউটি যথাযথভাবে পালন করাসহ উপজেলা কমপ্লেক্সে ক্ষণগণনা মেশিনটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব সঠিকভাবে পালন করতে গ্রাম পুলিশদের নির্দেশ প্রদান করেন ওসি। এ সময় পরিদর্শক (তদন্ত) মাসুদ রানাসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this content:

Back to top button