বিনোদনলিড নিউজ

চেনা যায় এই অভিনেত্রীকে?

এবিএনএ : বয়সের ভারে দুয়ে পড়া এই বৃদ্ধাকে কী চেনা যায়! হাতে লাঠি, পরণে সাদা শাড়ি। কে এই বৃদ্ধা? একটু ভালো করে খেয়াল করলেই চেনা চেনা লাগতে পারে মুখটি। নায়িকা আইরিন কী? এতো বয়স বাড়লো কী করে তার! ‘পদ্মার প্রেম’ সিনেমায় এমনই বয়স্ক আইরিনের দেখা মিলবে। এই প্রথম বৃদ্ধার সাজে ও চরিত্রে অভিনয় করেছেন ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ ছবির এই নায়িকা। আইরিন বলেন, ‘ছবির মেকআপ আর্টিস্ট অনেক দক্ষ। এমনভাবে সাজিয়েছেন বৃদ্ধার লুকে আমাকে প্রথমে দেখে কেউ চিনতেই পারছে না।’ আইরিন আরও বলেন, ‘পদ্মার প্রেম’ ছবিতে আমার নাম পদ্মা। ৬০ এর দশকের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ছবি। আমি গ্রামের প্রভাবশালী বাবার মেয়ের চরিত্রে অভিনয় করছি। পদ্মার পাড় ঘেঁষে যাওয়া একটি গ্রামের মানুষের জীবন নিয়ে। গল্পটা বেশ রোমান্টিক! এছাড়া ড্রামা রয়েছে।’

‘পদ্মার প্রেম’ ছবিতে আইরিনের বিপরীতে অভিনয় করছেন ‘মহুয়া সুন্দরী’র নায়ক সুমিত সেন গুপ্ত। ছবিটি পরিচালনা করছেন হারুন-উজ-জামান, গল্প ও চিত্রনাট্য তারই। অন্যান্য চরিত্রে আরো অভিনয় করেছেন সাদেক বাচ্চু, মুনমুন, আলেক জান্ডার বো প্রমুখ। গেল ৫ এপ্রিল থেকে মানিকগঞ্জে চলছে ‘পদ্মার প্রেম’ ছবির শুটিং। আগামীকাল (মঙ্গলবার) শেষ হবে প্রথম লটের শুটিং। এই ছবিটি প্রযোজনা করছেন স্বপ্নচূড়া ফিল্ম ইন্টারন্যাশনাল।

Share this content:

Related Articles

Back to top button