বিনোদনলিড নিউজ

চুমোর ছবি পোস্ট করে বিয়ের ঘোষণা অ্যামির

এবিএনএ: গত বছরের মতো চলতি বছরেও বলিউডের বাতাসে একের পর এক বিয়ের খবর। সেই খবরে ভেসে বেড়াচ্ছে অক্ষয় কুমার ও রজনীকান্তের ‘২.০’ ছবির নায়িকা অ্যামি জ্যাকশনের নাম। সম্প্রতি তার সাবেক প্রেমিক প্রতীক বব্বর বিয়ে করেছেন বান্ধবী সানিয়া সাগরকে। সেটা দেখে বিয়ের নেশা জেগেছে অ্যামির মনেও। অভিনেত্রীর বর্তমান প্রেমিক জর্জ পানাইয়োতুর। তিনি একজন ব্রিটিশ ব্যবসায়ী। এই ধনকুবেরকেই বিয়ে করবেন অ্যামি। ব্রিটিশ প্রেমিকের সঙ্গে তোলা একটি চুম্বনের ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিয়ের ঘোষণা দেন নায়িকা। জানান, ২০২০ সালের জানুয়ারিতে গ্রিসের মাইকোনস দ্বীপে বিয়ের পিঁড়িতে বসবেন তারা।

অ্যামির নাকি সমুদ্রের ধারে বিয়ে করার খুব শখ। এ জন্যই ভেন্যু হিসেবে গ্রিসকে বেছে নিয়েছেন। কিছুদিন আগে প্রেমিক জর্জকে নিয়ে দেশটির মাইকোনস দ্বীপে বেড়াতে গিয়েছিলেন নায়িকা। তখনই নাকি ঠিক করেন তিনি এখানে গাঁটছড়া বাঁধবেন। বিয়ের পর স্বামীর সঙ্গে লন্ডনে থাকবেন বলেও জানান এই ব্রিটিশ মডেল ও অভিনেত্রী। একাধারে হলিউড, বলিউড ও দক্ষিণ ভারতীয় ছবিতে কাজ করা অ্যামির প্রেমিক জর্জ একজন মাল্টিমিলিওনেয়ার। ‘দ্য এবিলিটি গ্রুপ’ নামে একটি বহুজাতিক কোম্পানির মালিক তিনি। হিলটন, পার্কপ্লাজা, ডাবল ট্রি নামে আবাসিক হোটেলগুলোর মালিক ছিলেন তার বাবা অ্যান্দ্রেজ। উত্তরাধীকার সূত্রে সেগুলোর মালিকও এখন জর্জ।

অ্যামি অবশ্য ডিসেম্বর থেকে জর্জের সঙ্গে এক বাড়িতে থাকছেন। ওই সময় হাতে আংটি পরা একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। সেই ছবি দেখে জর্জের সঙ্গে তার এনগেজমেন্টের বিষয়টি নজরে পড়েছিল বলিউড ভক্তদের। ছবির ক্যাপশনে লিখেছিলেন, ‘আমি পৃথিবীর সবচেয়ে সুখী নারী। আই লাভ ইউ জর্জ।’

Share this content:

Back to top button