আন্তর্জাতিকলিড নিউজ

চুক্তিগুলো শক্তিশালী করতে প্রতিজ্ঞাবদ্ধ কিম-পুতিন

এবিএনএ: রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যকার চুক্তিগুলো আরও শক্তিশালী করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরীয় নেতা কিম জং-উন। আজ বৃহস্পতিবার প্রথমবারের মতো শক্তিশালী এই নেতার মধ্যকার দ্বিপাক্ষিক সম্মেলনের পর এমনটাই জানিয়েছেন তারা।

আজ বৃহস্পতিবার রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভস্তকে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে রাশিয়া ও উত্তর কোরিয়ার নেতারা দেশ দুটির দীর্ঘ দিনের সম্পর্কের কথা তুলে ধরেন। পুতিন বলেন, ‘কিম জং-উনের এই সফরে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যকার সম্পর্ক আরো দৃঢ় হবে বলেই আমার আশা। একইসঙ্গে কোরিয়ান উপদ্বীপের সংকট কাটাতে রাশিয়া তার সর্বোচ্চটুকু দিয়ে সাহায্য করে যাবে।অন্যদিকে কিম বলেন, ‘এই দ্বিপাক্ষিক সম্মেলন দুই দেশের মধ্যকার পুরোনো সম্পর্ককে আরও দৃঢ় করতে সহযোগিতা করবে।’

পুতিনের মুখপাত্র দেমিত্রি পেস্কভ বলেন, ‘কোরিয়া উপদ্বীপে শান্তি ফেরাতে এই উপদ্বীপের পারমাণবিক অস্ত্র নিয়ে ছয় জাতির আলোচনাই কোনো সমাধান দিতে পারে।’ কোরিয়ার এই শান্তি প্রক্রিয়া নিয়ে সর্বপ্রথম ২০০৩ সালে দুই কোরিয়াসহ চীন, জাপান, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সমন্বয়ে একটি আলোচনা অনুষ্ঠিত হয়। বর্তমানে তা স্থগিত রয়েছে। গতকাল বুধবার নিজের ব্যক্তিগত ট্রেনযোগে রাশিয়া পৌঁছান কিম। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান রুশ কর্মকর্তারা। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিতীয়বারের মতো বৈঠক করে ব্যর্থ হওয়ার পর ক্ষমতাধর কোনো দেশের সমর্থন পাওয়ার লক্ষ্যেই কিম এ বৈঠক করেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

Share this content:

Related Articles

Back to top button