
এবিএনএ : চীনকে ‘মুদ্রা ব্যবস্থার নিয়ন্ত্রক’ হিসেবে ভাবা হচ্ছেনা বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের নির্বাচনকালীন প্রচারণা প্রতিশ্রুতি থেকে সরে এসে এই কথা বললেন তিনি।
এছাড়া অনেক সমালোচনা থাকা সত্ত্বেও মার্কিন ফেডারেল রিজার্ভ প্রধান হিসেবে জ্যানেট ইয়েলেন এর পুনরায় মনোনয়নের পথ খুলে রাখারও আভাস দিয়েছেন ট্রাম্প। এছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরের বেশ কয়েকদিন পর এই ধরণের বক্তব্য দিলেন তিনি।
অনেকদিন ধরেই চীনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, দেশটি যুক্তরাষ্ট্রের পণ্যের রপ্তানির সঙ্গে প্রতিযোগিতা করার জন্য নিজ মুদ্রা ইয়েনের প্রবৃদ্ধি দমিয়ে রাখছে। মার্কিন নির্বাচনের সময়ও ট্রাম্প বারবার বলে এসেছেন, ‘যুক্তরাষ্ট্রকে ধর্ষণ করছে চীন।’ ক্ষমতা গ্রহণের দিন থেকেই চীনকে ‘মুদ্রা ব্যবস্থার নিয়ন্ত্রক’ হিসেবে উল্লেখ করবেন বলেও অঙ্গীকার করেছিলেন তিনি।
Share this content: