আন্তর্জাতিকলিড নিউজ
চীনে কয়লা খনিতে বন্যায় ৬ জনের মৃত্যু

এবিএনএ : চীনের উত্তরাঞ্চলের শানঝি প্রদেশের একটি কয়লা খনিতে বন্যায় ছয় শ্রমিক মারা গেছে। এই ঘটনায় পাঁচ জনকে উদ্ধার করা হয়েছে। বুধবার ভোরে উদ্ধারকারী সংস্থার সদরদপ্তর থেকে একথা বলা হয়েছে।
বুধবার ভোরে উদ্ধার অভিযান শেষ হয়েছে। উদ্ধারকৃতদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয় সময় সোমবার বেলা ১১টা ৪০ মিনিটে বন্যায় খনির ভেতর ১১ শ্রমিক আটকা পড়ে। ডঙ্গিউ কোল মাইন নামের খনিটি কয়লা সমৃদ্ধ প্রদেশটির রাজধানী তাইয়ুয়ানের কাছে কিংঝু কাউন্টিতে অবস্থিত। বন্যার কারণ জানতে তদন্ত চলছে।
Share this content: