আন্তর্জাতিক
চীনে আবারো কয়লাখনিতে দুর্ঘটনা, নিহত ১৭

এবিএনএ : চীনে আবারো কয়লা খনিতে হওয়া এক দুর্ঘটনায় মারা গেছেন ১৭ জন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, লিফটে করে খনিতে নামার সময় তা ছিরে পড়ে গেলে এই শ্রমিকেরা নিহত হয়।
জানা যায় এ সময় নিচে লিফটে ছিরে পড়লে আগুন ধরে যায়। রাষ্ট্রায়ত্ত এই কয়লাখনির ঐ লিফট ও তার আশেপাশে থাকা শ্রমিকদের রক্ষার জন্য সোমবার পর্যন্ত চেষ্টা চালায় উদ্ধারকারী দল। কিন্তু মঙ্গলবার সেখানে পৌঁছে দেখা যায় ১৭ জন শ্রমিকের সবাই মারা গেছেন। চীনের হেইলংজিয়াং প্রদেশে এই খনিটিতে বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সিনহুয়া।
উল্লেখ্য, খনি নিরাপত্তা ব্যবস্থার ত্রুটির কারণে বিগত কয়েক বছরে ঘনঘন দুর্ঘটনা হচ্ছে চীনের কয়লাখনি গুলোতে। সিনহুয়া।
Share this content: