আন্তর্জাতিকলিড নিউজ

চীনের সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন জিংপিং

এবিএনএ: চীনের সেনাবাহিনীকে যে কোনও ধরনের জরুরিকালীন অবস্থার জন্য প্রস্তুত থাকতে হবে। যুদ্ধের জন্য সব প্রস্তুতি নিয়ে রাখতে হবে। শুক্রবার এমনটাই বলেছেন চিনের প্রেসিডেন্ট জি জিংপিং। দক্ষিণ চিন সাগরে আমেরিকার সঙ্গে সমস্যার জেরেই এই যুদ্ধপ্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন জিংপিং। শুক্রবার এই বিষয়ে চিনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন চিনের প্রেসিডেন্ট।

দক্ষিণ চিন সাগরে আঞ্চলিক বিরোধ সত্বেও চিন সেনা উপস্থিতি জোরদার করতে চাইছে। এছাড়া তাইওয়ান সহ আরও একাধিক ইস্যুতে আমেরিকার সঙ্গে চিনের মতবিরোধ বাড়ছে। ফলে, চিনের জন্য ঝুঁকি ও চ্যালেঞ্জ বাড়ছে। সেন্ট্রাল মিলিটারি কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জিং পিং। তিনি বলেছেন, সশস্ত্র বাহিনীকে নতুন যুগের জন্য কৌশল পরিকল্পনা করতে হবে এবং যুদ্ধের প্রস্তুতি ও যুদ্ধ চালানোর জন্য দায়িত্ব নিতে হবে।

তাঁর কথায়, গত ১০০ বছরে বিশ্ব যে পরিবর্তন দেখেনি, সে ধরনের বড় পরিবর্তনের মত পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব। চিন তার উন্নতির জন্য এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে রয়েছে। জরুরি প্রয়োজনে সশস্ত্র বাহিনীকে দ্রুত প্রস্তুত হতে হবে। নতুন ধরনের যুদ্ধের কৌশল নিতেও নির্দেশ দিয়েছেন তিনি। গত বুধবার চিনা প্রেসিডেন্ট বলেছিলেন, তাইওয়ান অবশ্যই চিনের অংশ হিসেবে থাকবে। তাঁর ওই কথার পর এবার সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার কথা বলছেন।

Share this content:

Related Articles

Back to top button