বিনোদনলিড নিউজ

নতুন করে রবীন্দ্রনাথের ‘এসে হে বৈশাখ’

এবিএনএ: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘এসো হে বৈশাখ’ গানটি এবার প্রকাশ হলো নতুন আবহে। এর কথা-সুর ঠিক রেখে, সংগীতে আনা হয়েছে নতুনত্ব। গানটির সংগীতে ছিলেন পৃথ্বীরাজ। আর কালজয়ী এই গানটিতে কণ্ঠ দিয়েছেন চার প্রজন্মের কণ্ঠশিল্পী। তারা হলেন- সাদি মহম্মদ, বাপ্পা মজুমদার, লিংকন, কণা, তপু, শুভ, ঐশী, নাফিস, লিজা, নন্দিতা ও ঋতুরাজ।

সংগীতশিল্পী পৃথ্বীরাজ জানান, গানটির কথা-সুর ঠিক রেখে, সংগীতে ভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের ব্যবহার করা হয়েছে। যেমনটা এর আগে হয়নি। বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে, বিশ্বখ্যাত কোমলপানীয় ব্র্যান্ড কোকা-কোলার বোতলকে।

গানটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘এক কথায় অসাধারণ। ভিন্ন সংগীতে আমরা সবাই গানটি গেয়েছি। তবে গানের কথা ও সুরে কোনো ধরনের পরিবর্তন হয়নি। আশা করি, নতুন আবহে কালজয়ী এই গানটি সবার ভালো লাগবে।’ জানা গেছে, পহেলা বৈশাখের রং আর সুর প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতেই এমন উদ্যোগ নিয়েছে কোকা-কোলা বাংলাদেশ। গানটি আজ প্রকাশ করা হয়েছে কোকা-কোলার ফেসবুক পেজে।

Share this content:

Back to top button