

এবিএনএ: সোমবার (৫ মে) পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের জন্য সাধারণ, কারিগরি এবং পেশাগত ক্যাডারের মৌখিক পরীক্ষার নির্দিষ্ট তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা যথাযথ সময়সূচি অনুযায়ী গ্রহণ করা হবে এবং কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) অথবা টেলিটকের নির্ধারিত ঠিকানা (https://bpsc.teletalk.com.bd) থেকে প্রার্থীরা সময়সূচি ডাউনলোড করতে পারবেন।
কমিশন জানায়, কোনো অনিবার্য বা যুক্তিসংগত কারণে নির্ধারিত সময়সূচিতে পরিবর্তনের প্রয়োজন হলে, তা সংশোধনের পূর্ণ অধিকার সংরক্ষণ করে পিএসসি।
প্রার্থীদেরকে সময়মতো ওয়েবসাইটে নজর রাখার আহ্বান জানানো হয়েছে যেন তারা নির্ধারিত তারিখ অনুযায়ী মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারেন।