
এ বি এন এ : কূটনীতিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বাংলা রেডিও স্টেশন ‘আকাশবাণী মৈত্রী’ আনুষ্ঠানিকভাবে চালু করেছে ভারত সরকার। বাংলাদেশ ও ভারতের বাংলা ভাষাভাষীদের জন্য এই সম্প্রচার পরিসেবা চালু করেছে ভারতের সরকারি বেতার সংস্থা ‘অল ইন্ডিয়া রেডিও’।
আজ মঙ্গলবার কলকাতায় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় রেডিও স্টেশনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, ‘আকাশবাণী মৈত্রী বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ একটি চ্যানেল হয়ে উঠবে।’
এর আগে ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা প্রসার-ভারতীর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জহর সরকার গত ৭ আগস্ট এক বিবৃতিতে জানান, ‘২৩ আগস্ট আকাশবাণী মৈত্রীর পথচলা শুরুর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ভারত ও বাংলাদেশ দুই দেশের কাছেই অত্যন্ত প্রিয় একজন মানুষ। তাই তার ভাষণের মধ্য দিয়েই আকাশবাণী মৈত্রীর উদ্বোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
Share this content: