জাতীয়বাংলাদেশলিড নিউজ

চামড়া ব্যবসায়ীরা প্রতিশ্রুতি রাখেননি: বাণিজ্যমন্ত্রী

এবিএনএ: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, কাউকে বিশ্বাস করা তো আমার অপরাধ নয়। কোরবানির আগে আমার এই কক্ষে মিটিং করে চামড়া ব্যবসায়ীরা বলে গিয়েছিলেন- সরকার নির্ধারিত দামেই তারা চামড়া কিনবেন। কিন্তু তারা সেই প্রতিশ্রুতি রাখেননি। তবে ভবিষ্যতে যেন এ ধরনের সমস্যার সৃষ্টি না হয়, তার জন্য চামড়ার বিষয়ে নীতিমালা অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী বছর থেকে চামড়া নিয়ে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হবে না। গত সপ্তাহে মন্ত্রিপরিষদের সভায় চামড়া নিয়ে শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবিত নীতিমালা অনুমোদিত হয়েছে। গত ১২-৪ আগস্ট পর্যন্ত মার্কোসুরভুক্ত চার দেশ (ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ে) সফর করেন বাণিজ্যমন্ত্রী। এই সফরের বিস্তারিত বিবরণ সাংবাদিকদের কাছে তুলে ধরেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মফিজুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলাম ও বিজিএমইএর সভাপতি ড. রুবানা হক।

Share this content:

Related Articles

Back to top button