খেলাধুলা

চাপ কাটিয়ে উঠছে বাংলাদেশ

এবিএনএ : ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। তামিম ইকবাল ও সৌম্য সরকারের সাবধানী ব্যাটিংয়ে দারুণ শুরু করে টাইগাররা। তামিম (২৩) ও সাব্বির (১) আউট হওয়ার পর কিছুটা ছন্দপতন হলেও সৌম্য ও মুশফিক হাল ধরেন। গুটি গুটি পায়ে তারা দলকে এগিয়ে নেন। সৌম্য ৬১ রান করে সাজঘরে ফিরেছেন। তার পরে সাকিব নেমে খুব একটা সুবিধা করতে পারেননি। ৬ রান করে আউট হন তিনি। পরে মুশফিক ৫৫ রানের দারুণ ইনিংস খেলে দলকে এগিয়ে নেন। ক্রিজে রয়েছেন মামহমুদুল্লাহ (৪৯) ও মোসাদ্দেক (৩৪)। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৩৬ রান।

ম্যাচটি বাংলাদেশ সময় ৩টা ৪৫ মিনিটে শুরু হয়। বিটিভি, গাজী টিভি ও মাছরাঙা টিভি খেলাটি সরাসরি সম্প্রচার করছে । বাংলাদেশ প্রথম ম্যাচে আয়ার‌ল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে আইরিশদের ৫১ রানে পরাজিত করে কিউইরা।

স্লো-ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ ছিলেন মাশরাফি। যে কারণে শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি তিনি। নিষেধাজ্ঞা শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে অধিনায়ক হয়েই ফিরেছেন মাশরাফি। আর দল থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ।

এর আগে আয়ার‌ল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

বাংলাদেশ দল:
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

নিউজিল্যান্ড:
লুক রনকি, টম ল্যাথাম, জর্জ ওয়ার্কার, রস টেলর, নিল ব্রুম, জিমি নিশাম, কলিন মানরো, হামিশ বেনেট, মিচেল স্যান্টনার, সেথ র‍্যানস, ইশ সোধি।

Share this content:

Back to top button