খেলাধুলা

চান্দিমালের দৃঢ়তায় শ্রীলঙ্কার সংগ্রহ ৩৩৮

এবিএনএ : বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। তবে দলের অভিজ্ঞ ব্যাটসম্যান দিনেস চান্দিমালের দৃঢ়তায় শেষ পর্যন্ত ৩৩৮ রানের সংগ্রহ পেয়েছে স্বাগতিকরা। মেহেদী হাসান মিরাজের বলে মোসাদ্দেকের হাতে ক্যাচ দেয়ার আগে দলীয় স্কোর নিয়ে যান ৩০৫ রানে। তার ব্যক্তিগত ১৩৮ রান।
এর আগে গতকাল বুধবার ম্যাচের প্রথম দিনে সাত উইকেটে ২৩৮ রান করে শ্রীলঙ্কা। এখানেই বাংলাদেশের বোলারদের দাপটের প্রাথমিক চিত্রটা স্পষ্ট। আলোর স্বল্পতার কারণে খেলা বন্ধ না হলে হয়তো বাংলাদেশের হাসিমুখ আরো চওড়া হতে পারতো।
প্রথম দিনটা শুরু হয়েছিল মুস্তাফিজুর রহমানের দুরন্ত বোলিং দিয়ে। গোটা দিনে ১৫ ওভারে পাঁচ মেডেনসহ ৩২ রান দিয়ে দুই উইকেট নেয়া এ পেসারই ধরিয়ে দিয়েছিলেন দিনের সুরটা। দিনভর ভুগিয়েছেন লঙ্কান ব্যাটসম্যানদের। কাঁধের ইনজুরি কাটিয়ে গতকাল পি সারা ওভালেই চেনা ছন্দের মুস্তাফিজকে দেখা গেছে। নিখুঁত লাইন-লেন্থ, অফ স্ট্যাম্পের বাইরে ভীতি জাগানিয়া বোলিং করে গেছেন এ তরুণ।
শুধু মুস্তাফিজ নন গোটা দিন বাংলাদেশের অন্য বোলাররা কঠিন সময় উপহার দেন স্বাগতিক ব্যাটসম্যানদের। নিয়ন্ত্রিত বোলিং করেন প্রায় সবাই। ওভার প্রতি তিনের কম রান দিয়েছেন মুস্তাফিজ, তাইজুল ইসলাম, সাকিব আল হাসান ও মোসাদ্দেক হোসেন। তিনের বেশি রান দিলেও মেহেদী হাসান মিরাজ, শুভাশীষ রায় বেশ কার্যকর ছিলেন। মিরাজ ৫৮ রানে নেন দুই উইকেট।
পি সারা ওভালে ২০০৫ সালেও ৪৮ রানে শ্রীলঙ্কার চার উইকেট তুলে নেয় বাংলাদেশ। পরে মাহেলা জয়াবর্ধনে ও থিলান সামারাবীরার জোড়া সেঞ্চুরিতে ৪৫৭ রান করেছিল শ্রীলঙ্কা। সেবার ম্যাচটা ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

Share this content:

Related Articles

Back to top button