জাতীয়বাংলাদেশলিড নিউজ

চাকরি দেয়ার কথা বলে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার রিহ্যাবের দুই পরিচালক

এবিএনএ: তরুণী চাকরি খুঁজছিলেন। সেই সুযোগটাই নিয়েছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব)’র দুই পরিচালক। চাকরি দিবেন বলেই তাকে ডেকে এনেছিলেন বাসায়। তারপর দু’জন মিলে পালাক্রমে ধর্ষণ করেন তরুণীকে। এ বিষয়ে ধানমন্ডি থানায় মামলা দায়েরের পর রোববার রাত সাড়ে ৯টায় গ্রেপ্তার করা হয়েছে রিহ্যাবের দুই পরিচালককে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, শাকিল কামাল চৌধুরী ও ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার।

নির্যাতিতার বরাত দিয়ে পুুলিশ জানিয়েছে, বেশ কিছুদিন থেকেই চাকরির জন্য রিহ্যাবের একজন পরিচালকের সঙ্গে যোগাযোগ করেন ওই তরুণী। পরিচালক তাকে চাকরির বিষয়ে আশ্বস্ত করেন। এ বিষয়ে কথা বলার জন্য রোববার ধানমন্ডির ১৩ নম্বর সড়কের একটি বাসায় তরুণীকে আসতে বলেন। ওই বাসায় যাওয়ার পর একটি কক্ষে আটকে রেখে তাকে দুই পরিচালক ধর্ষণ করেন।

 

Share this content:

Related Articles

Back to top button