অর্থ বাণিজ্যলিড নিউজ

চাকরির সুযোগ তৈরিতে বেসরকারি খাতের বিকল্প নেই: বিডা চেয়ারম্যান

এবিএনএ:  বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, দেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বেসরকারি খাতের বিকল্প নেই। তিনি বলেন, “ব্যবসা করবে ব্যবসায়ীরা—এই নীতির ভিত্তিতে সরকারকে ধীরে ধীরে ব্যবসা থেকে সরিয়ে আনার উদ্যোগ চলছে।”

বুধবার (৩০ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এফবিসিসিআই আয়োজিত পরামর্শক কমিটির ৪৫তম সভায় তিনি এসব কথা বলেন।

চৌধুরী আশিক বলেন, “চাকরির সুযোগ বাড়াতে বেসরকারি খাতকে আরও কার্যকর ও গতিশীল হতে হবে। এ জন্য প্রয়োজন বাজেটে সুনির্দিষ্ট ও গঠনমূলক প্রস্তাবনা। এখন দেখা যায়, এক হাজারের বেশি প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু সময়ের অভাবে এর একটিও গ্রহণ করা সম্ভব হচ্ছে না। তাই সারা বছর খাতভিত্তিক আলোচনা ও প্রস্তুতির ওপর জোর দিতে হবে।”

তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, “আপনারা ১ হাজার নয়, বরং ১৫টি বাস্তবভিত্তিক প্রস্তাব দিন—যেগুলো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবে, যেখানে থাকবে সুষ্ঠু প্রতিযোগিতা। ব্যবসায়ীদের মার্কেট শেয়ার ও ট্যাক্স শেয়ারের মধ্যে ভারসাম্য থাকা জরুরি।”

সভায় আরও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান, এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান, সংগঠনের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা।

Share this content:

Related Articles

Back to top button