জাতীয়বাংলাদেশলিড নিউজ

রাঙামাটিতে টানা বৃষ্টিতে আবার পাহাড় ধস

এবিএনএ : রাঙামাটিতে গত ১৩ জুনের বিপর্যয়কর পাহাড়ধসের ঘটনার রেশ শেষ না হতেই আজ আবারও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও নিরাপত্তার কারণে চট্টগ্রাম-রাঙ্গামাটির সড়কটিতে এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে রাঙামাটি সওজের নির্বাহী প্রকৌশলীর তত্বাবধানে রাস্তা পরিষ্কার করে যান চলাচলের ব্যবস্থা করে। সোমবার দুপুর ১২টার দিকে চট্টগ্রামের মানিকছড়ির দেপ্পোছড়ি এলাকায় একটি পাহাড়ের কিছু অংশ ধসে পড়ে। গত রোববার রাত থেকে রাঙামাটিতে একটানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলেছে। এখন পর্যন্ত টানা বৃষ্টি হচ্ছে। এর মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি হলেও একবারের জন্য থামেনি। ধারণা করা হচ্ছে বৃষ্টির জন্যই পাহাড়ের ওই অংশটুকু ধসে পড়েছে।

তিনি আরও জানান, জেলা প্রশাসন রোববার সন্ধ্যার পর থেকে মাইকিং করে আবহাওয়ার পূর্বাভাসে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়ে এলাকার সবাইকে আগাম সতর্কবার্তা দেন। জেলা প্রশাসনের সূত্র জানিয়েছে, নতুন করে পাহাড়ধসের আতংকে ভীত হয়ে কয়েকটি আশ্রয়কেন্দ্রে নতুন করে মানুষ জড়ো হচ্ছে। গতকাল সকালে শহরের প্রান্তবর্তী উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আশ্রয়কেন্দ্রে নতুন করে দুটি পরিবার আশ্রয় নিয়েছে।উল্লেখ্য, গত ১৩ জুন টানা বর্ষণের কারণে রাঙামাটিতে পাহাড়ধসে মারা যান ১২০ জন, আহত হয়েছিলেন অন্তত ৮৮ জন। এদের মধ্যে বেশিরভাগই এখনো চিকিৎসাধীন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ২০ দিনের মাথায় আজ সোমবার আবার এই ঘটনা ঘটল।

Share this content:

Back to top button