
এবিএনএ : মারা গেলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রীতা কয়রাল। রবিবার সকালে কলকাতায় নিজের বাড়িতে তার মৃত্যু হয়। সকালে অসুস্থ হয়ে পড়ায় তাকে টাটা মেডিক্যাল সেন্টার অ্যান্ড ক্যানসার হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ভারতীয় মিডিয়ার খবর, বেশ কিছুদিন ধরেই লিভারের ক্যানসারে ভুগছিলেন রীতা। তার চিকিত্সাও চলছিল। সাতদিন আগে তিনি শেষ শুটিং করেন। তারপরই অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁরে। পরে সুস্থ হয়ে বাড়িতেও চলে আসেন। রবিবার শারীরিক অবস্থার ফের অবনতি হয় তার।
টেলিভিশনে নিয়মিত অভিনয় করতেন। বহু চলচ্চিত্রও তার অভিনয়ে সমৃদ্ধ হয়েছে। রীতার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় শিল্পী মহলে।
Share this content: