জাতীয়বাংলাদেশলিড নিউজ

‘ঝিলের জলে আলোর নাচন’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এবিএনএ : রাজধানীর হাতিরঝিলে অ্যাম্ফিথিয়েটার এবং মিউজিক্যাল ড্যান্সিং ফাউন্টেন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনুষ্ঠানিক উদ্বোধনের পর এখন থেকে প্রতিদিন সন্ধ্যায় সংগীতের তালে তালে বর্ণিল আলোর সঙ্গে হাতিরঝিলে দেখা যাবে জলের নাচন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সৌন্দর্য্য বাড়াতে  ‘হাতিরঝিল মিউজিক্যাল ড্যান্সিং ওয়াটার ফাউন্টেন’ প্রকল্পটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনের পর এখন থেকে হাতিরঝিলে জলের নাচনের সঙ্গে লাল, নীল, বেগুনি, সবুজসহ অসংখ্য রঙের খেলা চোখে পড়বে। হাতিরঝিলের আশপাশের গুলশান, পুলিশ প্লাজা, মেরুল বাড্ডা, মুধবাগ ও মহানগর প্রজেক্ট এলাকা থেকে দেখা যাবে রঙিন ফোয়ারার এই খেলা।

Share this content:

Back to top button