,
প্রচ্ছদ | জাতীয় | আন্তর্জাতিক | অর্থনীতি | আমেরিকা | লাইফ স্টাইল | ভিডিও নিউজ | ফিচার | আমেরিকা | বিনোদন | রাজনীতি | খেলাধুলা | বিজ্ঞান ও প্রযুক্তি | শিক্ষা

চলচ্চিত্র সাংবাদিকদের নেতৃত্বে ফাল্গুনী হামিদ-কামরুজ্জামান বাবু

এবিএনএ : চলচ্চিত্র সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ফাল্গুনী হামিদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কামরুজ্জামান বাবু।

শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। সারারাত ভোট গণনা শেষে শনিবার সকালে এর ফলা প্রকাশ করা হয়েছে। এতে সভাপতি ফাল্গুনী হামিদ পেয়েছেন ৩৬৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী ফারুক বাবুল পেয়েছেন ৮৬টি ভোট । সাধারণ সম্পাদক পদে কামরুজ্জামান বাবু ১৬১ ও শপথ চৌধুরী ১৫৯ ভোট পান।

এক নজরে বাচসাস নির্বাচনের ফলাফল :

সভাপতি-
ফাল্গুনী হামিদ ৩৬৫ (বিজয়ী)
কাজী ফারুক বাবুল ৮৬

সাধারণ সম্পাদক-
কামরুজ্জামান বাবু ১৬১ (বিজয়ী)
শপথ চৌধুরী ১৫৯
হামিদ মোহাম্মদ জসীম ১৩৮

সহ-সভাপতি-
বাদল আহমেদ ২৪৬ (বিজয়ী)
সৈকত সালাউদ্দিন ২২৮ (বিজয়ী),
রাজু আলিম ২১৬
রবিন শামস ১৫৭

সহ-সাধারণ সম্পাদক-
রিমন মাহফুজ ২৫৭ (বিজয়ী)
আবদুল্লাহ জেয়াদ ১৯৭

অর্থ সম্পাদক-
মঈন আবদুল্লাহ ২৪২ (বিজয়ী)
সৈয়দ ফারজানা জামান রুম্পা ২০৬

সাংগঠনিক সম্পাদক-
রাহাত সাইফুল ২৫৯ (বিজয়ী)
এমএস রানা ১৯৩

আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক-
শফিকুল আলম মিলন ২৬১ (বিজয়ী)
জনি হক ১৯০

ক্রীড়া সম্পাদক-
মুজাহিদ সামিউল্লাহ ২৩০ (বিজয়ী)
লিমন আহমেদ ২২৫

সমাজ কল্যাণ মহিলাবিষয়ক সম্পাদক-
শ্রাবণী হাওলাদার ২৯৫ (বিজয়ী)
আঞ্জুমান আরা শিল্পী ১৫৭

প্রচার ও প্রকাশনা সম্পাদক-
আবু সুফিয়ান রতন ২৫৬ (বিজয়ী)
ইসরাফিল শাহীন ১৯৫

দপ্তর সম্পাদক-
নিপু বড়ুয়া ২৩৬ (বিজয়ী)
সিরাজুল ইসলাম সিরাজ ১৭৮

বিজয়ী নির্বাহী সদস্য-
লিটন এরশাদ
আবিদা নাসরিন কলি
ইব্রাহিম খলিল খোকন
অঞ্জন রহমান
রেজাউল করিম রেজা
তুষার আদিত্য
মাহমুদ মানজুর
ইরানী বিশ্বাস
লিটন রহমান

১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয় সংগঠনটি। জন্মলগ্নে এর নাম ছিল ‘পাকিস্তান চলচ্চিত্র সাংবাদিক সমিতি’। দেশ স্বাধীন হওয়ার পর নাম পরিবর্তন করে হয় ‘বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি’, সংক্ষেপে ‘বাচসাস’।

Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali
Managing Director: Akbar Hossain
Executive Editor: Mehedi Hasan
E-mail : abnanewsusa@gmail.com
Usa Office: 289 West Koach Avenue, Egg harbor City, New Jersey-08215, Bangladesh Office : 60/1. Purana Paltan (2nd Floor), Dhaka-1000, Usa. Phone: +16094649559, Cell:+8801711040113, +8801912-621573
Server mannarged BY PopularServer
Design & Developed BY PopularITLimited