এবিএনএ : চতুর্থ ধাপের নির্বাচনের জন্য আরও ১৮২টি ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এ নিয়ে তিন দিনে চতুর্থ ধাপের মোট ৪৭৩টি ইউনিয়নের প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। আগামী ৭ মে চতুর্থ ধাপে ৭৪৩টি ইউনিয়নে এ নির্বাচন হবে।
শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের স্থানীয় সরকার/ইউনিয়ন পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ডের মুলতবি বৈঠকে ১৮২টি ইউপির প্রার্থী চূড়ান্ত করা হয়। এর আগে রোববার ও মঙ্গলবার দু’দফা বৈঠকে ২৯১টি ইউপির প্রার্থী চূড়ান্ত হয়েছিল।
আওয়ামী লীগ ও মনোনয়ন বোর্ড সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকগুলোতে বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন বোর্ডের বৈঠক শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। এ বৈঠকে চতুর্থ ধাপের বাকি ইউনিয়নগুলোর প্রার্থী চূড়ান্ত হওয়ার কথা।