
এবিএনএ: চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে দুবাইগামী একটি বিমান ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় পাশ্ববর্তী সব সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বিমানটি আজ রবিবার বিকালে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়ে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে যায়। ঘটনার পর থেকে বিমানটি ঘিরে রেখেছে পুলিশ ও র্যাব। ভেতরে একজন সন্দেহভাজন অস্ত্রধারী পাইলটকে জিম্মি করে রেখেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিভিল এভিয়েশন সচিব মহিবুল হক। তিনি জানান, বিমানটির মধ্যে সন্দেহভাজ এক ব্যক্তি ও দুইজন ক্রু রয়েছেন।
Share this content: