
গত মাসের ১১ তারিখ কলকাতার পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়ায় বিয়ের ঝড় তুলে এবার শুভশ্রী কাজে ফিরছেন। ‘চালবাজ’ ছবির মুক্তির পরেই বিয়ের পিড়িতে বসেন টালিগঞ্জের এই নায়িকা। বিয়ের জন্য বেশ কিছুদিন ছুটি কাটিয়ে আবার শরীরচর্চার মধ্যে দিয়ে কাজে ফিরছেন তিনি।
কলকাতায় শুভশ্রী জিম করে নিজের বাড়তি মেদ ঝরিয়ে ফেলতে তৎপর হয়ে উঠেছেন। অন্যদিকে স্বামী রাজও তার নতুন ছবির শুটিংয়ে বেরিয়ে পড়েছেন। শুভশ্রীর হাতে রয়েছে ‘রসগোল্লা’। ছবিটি ডিসেম্বরে মুক্তি পাবে। আর তার ধূমকেতু ছবিটি কবে মুক্তি পাবে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে শোনা যাচ্ছে, স্বামী রাজের সঙ্গেও ছবি করতে পারেন শুভশ্রী। খুব শিগগির জনপ্রিয় অভিনেতা জিতের সঙ্গে ‘শত্রু-২’ এর শুটিংয়ে নেমে পড়বেন শুভশ্রী।
ভিডিওটি দেখতে লিংকে ক্লিক করুন- https://twitter.com/i/status/1004390283834847232
Share this content: