
এবিএনএ : ঈদের ছুটির আগে শেষ কর্মদিবসে বৃহস্পতিবার সকাল থেকে গাবতলী বাসটার্মিনাল, কমলাপুর ও সদরঘাটে ঘরমুখী মানুষের ভিড় বাড়ছে। সকালে রাজধানীতে যানজট তুলনামূলক কম থাকায় ঈদে ঘরমুখী মানুষ প্রায় নির্বিঘ্নে টার্মিনাল স্টেশনে পৌঁছেছে।
গাবতলী বাস টার্মিনালের কয়েক কাউন্টারের কর্মচারীরা জানায়, বেলা বাড়ার সাথে সাথে ঘরমুখী মানুষের চাপ বাড়ছে। তবে বিকেলে এ চাপ অনেক বাড়বে।

ট্রেনের অপেক্ষায় ঈদে ঘরমুখি মানুষদের- ফোকাস বাংলা
কমলাপুর রেলস্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী জানান, ঈদযাত্রার দ্বিতীয় দিনে সকাল থেকে ঘরমুখী মানুষের চাপ বাড়ছে।
তিনি জানান, সকাল ১০টা পর্যন্ত ২১টি ট্রেন কমলাপুর ছেড়ে গেছে। সময়সূচি মোটামুটি ঠিক রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন জানান, বিভিন্ন জায়গায় থেকে লঞ্চ আসছে। যাত্রীরা সদরঘাটে আসতে শুরু করেছে। তবে দুপুরের পর যাত্রী সংখ্যা বাড়বে।
এবার ঈদের সরকারি ছুটি ২৫ থেকে ২৭ জুন। তার আগে দুদিন শুক্র শনিবার বন্ধ থাকায় বৃহস্পতিবার অফিস শেষে ঈদযাত্রার মূল চাপ শুরু হবে বলে সংশ্লিষ্টদের ধারনা।
Share this content: