
এবিএনএ : গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে ৭ জুলাই দেশব্যাপী আধা বেলা (সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত) হরতাল ডেকেছে বামপন্থী দলগুলো।
আজ সোমবার রাজধানীর কমরেড মণি সিংহ সড়কের মুক্তি ভবনে বাসদের কেন্দ্রীয় কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাম গণতান্ত্রিক জোটের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘৭ জুলাই অর্ধদিবস হরতাল ডেকেছি। এ দিন দেশব্যাপী সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই হরতাল পালিত হবে।’ তিনি বলেন, ‘গ্যাসের দাম বৃদ্ধি ও বাজেটে লুটপাটের প্রতিবাদে আমরা এই হরতাল পালন করব।’
Share this content: