আইন ও আদালতজাতীয়বাংলাদেশলিড নিউজ
বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন

এবিএনএ: সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শনিবার (২১ অক্টোবর) এটি উদ্বোধন করেন তিনি। এরপর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আইনজীবীদের মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
এতে সভাপতিত্বে করবেন আইনমন্ত্রী আনিসুল হক। এতে বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এছাড়া, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতাসহ সারাদেশ থেকে আসা বঙ্গবন্ধুর আদর্শ অনুসারী আইনজীবীরা এতে যোগ দেবেন।
Share this content: