আন্তর্জাতিক

গো-রক্ষার নামে দলিত নির্যাতনের বিচার চাইলেন মায়াবতী

এ বি এন এ : ভারতে বহুজন সমাজবাদী পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে গো-রক্ষার নামে দলিতদের ওপর হামলার বিচার দাবি করেছেন। তিনি বলেন, হামলাকারীদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে কোন সহানুভূতি দেখানোর সুযোগ নেই।
পার্লামেন্টের অধিবেশন শেষে সাংবাদিকদের মায়াবতী বলেন, সাম্প্রতিক হামলায় আহত দুই দলিতের অবস্থা এখনো সংকটাপন্ন। এক্ষেত্রে আমি কেন্দ্রকে উদ্দেশ করে বিশেষ করে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলতে চাই,দলিতদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে। সরকারকে শুধু মুখে মুখে দলিতদের জন্য সহানুভূতির কথা বললেই চলবে না। আমরা এর দৃশ্যমান অগ্রগতি চাই।
গত মঙ্গলবার অন্ধ প্রদেশের আমালপুরামে একটি মৃত গরুর চামড়া ছাড়াতে গেলে দলিত সম্প্রদায়ের দুই ভাই বেদম প্রহারের শিকার হয়। আশ্চর্যের বিষয় হচ্ছে, গরুর মালিকই তাদের এ নির্দেশ দেন। কিন্তু তারপরেও তারা গোরক্ষাকারীদের রোষারলে পড়েন। এর আগে গুজরাটেও একই ধরনের ঘটনায় চার দলিতকে জনসম্মুখে পেটানো হয়। এ নিয়ে তখন বেশ প্রতিবাদের ঝড় উঠে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত শনিবার গুজরাটের ঘটনা নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেছিলেন, এটা আসলে সমাজবিরোধী কাজ। গো রক্ষার নামে এ ধরনের কোন কর্মকাণ্ড বরদাশত করবেনা তার সরকার।

Share this content:

Related Articles

Back to top button