আন্তর্জাতিক

‘গোয়েন্দারা’ পক্ষ ছাড়লে চারগুণ পুরস্কার দেবে দ. কোরিয়া

এবিএনএ : উত্তর কোরিয়ার যেসব মানুষের কাছে সে দেশের সরকারের বিষয়ে গোপন তথ্য রয়েছে সেসব ব্যক্তিদের কেউ দক্ষিণ কোরিয়ায় পালিয়ে গেলে তাদেরকে আগের চেয়ে চারগুণ বেশি অর্থ পুরস্কার দেওয়া হবে। সিউল আগে এ ধরনের ব্যক্তিকে দু লাখ ১৭ হাজার ডলার পুরস্কার দিত কিন্তু এখন তা বাড়িয়ে আট লাখ ৬০ হাজার করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়োনহ্যাপ এ খবর দিয়েছে।

“যেসব ব্যক্তি গোপন তথ্য দিতে পারবে যা দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা বাড়াতে সাহায্য করে- তাদেরকে এ পরিমাণ অর্থ দেওয়া হবে।” তবে তথ্যের গুরুত্বের ওপর ভিত্তি করে অর্থের প্রকৃত পরিমাণ ঠিক করা হবে। উত্তর কোরিয়া থেকে যেসব সেনা পিয়ংইয়ংয়ের পক্ষ ছেড়ে চলে যাবে তাদের অর্থের পরিমাণ ভিন্ন হবে। ইয়োনহ্যাপ পরিষ্কার করে বলেছে, উত্তর কোরিয়ার সরকারের পক্ষ ছাড়তে সে দেশের লোকজনকে উৎসাহিত করার জন্য পুরস্কারের অর্থ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দক্ষিণ কোরিয়ার সরকারের এ ধরনের তৎপরতায় উত্তর কোরিয়া থেকে কেউ কেউ পালিয়ে দক্ষিণ কোরিয়ায় আশ্রয় নিয়েছেন। এর মধ্যে ব্রিটেনে নিযুক্ত উপ রাষ্ট্রদূত থায়ে ইয়ং-হো গত বছর উত্তর কোরিয়া সরকারের পক্ষ ছেড়ে দক্ষিণ কোরিয়ায় আশ্রয় নেন।

Share this content:

Related Articles

Back to top button