
এবিএনএ : গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ২৫ জন।আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বরাশুর এলাকায় ধূসর ব্রিজের কাছে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহতদের মধ্যে দুইজন নারী ও চারজন পুরুষ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।এদিকে এ ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে সড়কের দুই পাশে কয়েকশ যানবাহন আটকা পড়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাকারিয়া হোসেন জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশে সেবা গ্রিনলাইনের একটি যাত্রীবাহী বাস ছেড়ে যায়। অপরদিকে একটি ট্রাক মোংলা পোর্ট থেকে সিমেন্ট বোঝাই করে ঢাকার দিকে যাচ্ছিল। পথে ধূসর ব্রিজের কাছে পৌঁছলে ওই বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলে দুই নারীসহ ছয় যাত্রী নিহত হন।পরে খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ, কাশিয়ানী থানার পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। এ সময় আহত ২২ জনকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় আরও তিনজনকে পাঠানো হয় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করছেন ওসি।
Share this content: