জাতীয়বাংলাদেশলিড নিউজ

‘গুলশান-শোলাকিয়াসহ সব হামলায় অস্ত্রের যোগানদাতা শনাক্ত’

এ বি এন এ : গুলশান-শোলাকিয়াসহ সব জঙ্গি হামলায় ব্যবহৃত অস্ত্রের যোগানদাতাদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। আজ সোমবার মিরপুরে পুলিশ স্টাফ কলেজে মাস্টার্স কোর্স চালুর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি বলেন, গুলশানে হামলার ঘটনায় মাস্টারমাইন্ডের নামও আমরা জানতে পেরেছি। খুব শিগগিরই তাদের গ্রেপ্তার অভিযান শুরু হবে। তিনি বলেন, যে অস্ত্রগুলো গুলশান হামলায় ব্যবহার করা হেয়ছিল, তা আগেও ব্যবহৃত হয়েছে। এগুলো যে খুব আধুনিক অস্ত্র তা নয়। আমরা এসব অস্ত্রের যোগানদাতাদের আটকের চেষ্টা করছি। আইজিপি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা ধাপে ধাপে কাজ করছি। একটা হচ্ছে প্রতিরোধ আরেকটা হচ্ছে সচেতনতা। পুলিশ তথ্য সংগ্রহ করে অভিযান চালাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ কখনোই জঙ্গিবাদকে সমর্থন করেনি। গুলশান ও শোলাকিয়ার ঘটনায় যেসব জঙ্গি মারা গেছে, তাদের লাশ নেওয়ার জন্য তাদের পরিবারের কেউ যোগাযোগ পর্যন্ত করেনি। শোলাকিয়ায় নিহত এক জঙ্গির জানাজা পড়ার জন্য একজন মৌলবি ছাড়া কোনো মানুষ পাওয়া যায়নি। জঙ্গিদের লাশগুলো কি করা হবে জানতে চাইলে আইজিপি বলেন, লাশগুলো নিয়ে আপাতত নানা পরীক্ষানিরীক্ষা চলছে। এর মধ্যে কেউ লাশ নিতে না আসলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

Share this content:

Related Articles

Back to top button