
এবিএনএ : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘সাম্প্রদায়িকতা, ধর্মীয় উগ্রবাদ এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়েছে। এ কারণে জঙ্গিরা আর মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না।’
সোমবার গুলশানে ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশন চত্বরে বর্ষবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শহীদুল হক বলেন, ‘এ দেশের সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্য রয়েছে। প্রাণ প্রাচুর্যে ভরা বাঙালি বিভিন্ন আচার-অনুষ্ঠান ও পার্বণে আনন্দে মেতে ওঠেন। পয়লা বৈশাখ বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত পয়লা বৈশাখে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে উৎসবে মেতে ওঠেন। কিন্তু এক শ্রেণির উগ্র মৌলবাদী আমাদের ঐতিহ্যকে ধ্বংস করতে চেয়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহসিকতায় সে চেষ্টা ব্যর্থ হয়েছে। একই সঙ্গে এ দেশে জঙ্গি নির্মূলে পুলিশের সার্বক্ষণিক অভিযান অব্যাহত থাকবে। রয়েছে নজরদারিও।’
পুলিশ প্রধান বলেন, ‘এ বছর দেশব্যাপী শান্তিপূর্ণভাবে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পয়লা বৈশাখ উদযাপিত হয়েছে। ঢাকা এবং ঢাকার বাইরে নববর্ষের সব অনুষ্ঠানে বিপুল জনসমাগম হয়েছে। সব শ্রেণি-পেশার মানুষ উৎসবের আনন্দে বর্ষবরণে মেতে উঠেছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের কারণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।’
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, তাদের স্ত্রী, দূতাবাস ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Share this content: