বাংলাদেশরাজনীতিলিড নিউজ

গুপ্তহত্যার কারণ ‘দুর্বল গণতন্ত্র’: গয়েশ্বর

এ বি এন এ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দুর্বল গণতন্ত্রের কারণেই দেশে গুপ্তহত্যা বাড়ছে। গণতন্ত্রের পথ প্রশস্ত না হলে  গুপ্তহত্যার উপশম হবে না ।

সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত প্রয়াত প্রবীণ সাংবাদিক সাদেক খানের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

গয়েশ্বর বলেন,  সরকার সাম্প্রতিক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডগুলোকে বিচ্ছিন্ন বললেও এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এসব হত্যাকাণ্ড দুর্বল গণতন্ত্রের প্রতীক।

প্রয়াত সাংবাদিক সাদেক খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি নেতা গয়েশ্বর বলেন, তিনি অত্যন্ত সাহসী ও ইতিবাচক চিন্তাবিদ ছিলেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় সাদেক খানের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ।

Share this content:

Back to top button