জাতীয়বাংলাদেশলিড নিউজ

গুণারত্নের বক্তব্য পুলিশ সমর্থন করে না: আইজপি

এবিএনএ : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, হলি আর্টিজানে হামলায় আইএসের সম্পৃক্ততা নিয়ে রোহান গুণারত্নের দেওয়া বক্তব্য পুলিশ সমর্থন করে না।

রাজধানীর সোনারগাঁও হোটেলে চলমান ১৪ দেশের পুলিশ প্রধানদের আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে সোমবার তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, হলি আর্টিজানে হামলায় আইএসের সম্পৃক্ততা নিয়ে রোহান গুণারত্নের বক্তব্য তার নিজস্ব। আইএসের সঙ্গে যোগাযোগ থাকলে ভার্চ্যুয়াল ওয়ার্ল্ডে থাকতে পারে। তিনি বলেন, হলি আর্টিজানে হামলায় এখন পর্যন্ত গ্রেফতার হওয়া ব্যক্তিদের কেউ কখনো বলেননি তারা আইএসের সদস্য। এমনকি তাদের পরিবারের কেউই এমন কথা বলেননি। তদন্তের কাজটা যেহেতু পুলিশ করেছে, পুলিশ জানে, হামলা কে চালিয়েছে।

ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড টেররিজম রিসার্চের (আইসিপিভিটিআর) পরিচালক রোহান গুণারত্নে রোববার সম্মেলনের প্রথম দিনে বলেন, ‘হলি আর্টিজানে যারা হামলা চালিয়েছিল, তারা জেএমবি নয়, তারা আইএস। এটি সেই সন্ত্রাসীগোষ্ঠী, যারা নিজেদের ইসলামিক স্টেট বলে পরিচয় দেয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব ওই হামলা সম্পর্কে সত্য বলেননি।’
তিন দিনব্যাপী সম্মেলনে ১৪ দেশের পুলিশপ্রধান ছাড়াও আফগানিস্তানের নিরাপত্তাবিষয়ক জ্যেষ্ঠ উপমন্ত্রী আবদুল রহমান, মালয়েশিয়ার আইজিপি খালিদ আবু বকর, মিয়ানমার পুলিশের ব্রিগেডিয়ার জেনারেল মায়ো সু উইন, দক্ষিণ কোরিয়ার সিনিয়র সুপারিনটেনডেন্ট জু মিন লি, শ্রীলংকার আইজিপি পুজিথ সন্ধি বন্দরা জয়সুন্দর, ইন্টারপোলের মহাসচিব জারগেন স্টক, আসিয়ানপোলের নির্বাহী পরিচালক ইয়োহানেস আগুস মুলিয়োনো, আইজিসিআইর প্রটোকল অ্যান্ড কনফারেন্স বিভাগের প্রধান সিন লি চুয়া, আইসিআইটিএপির পরিচালক গ্রে বারসহ ৫৮ জন বিদেশি অংশ নিয়েছেন।

Share this content:

Related Articles

Back to top button