জাতীয়বাংলাদেশলিড নিউজ

গুণগত মান নিশ্চিত করে বিদেশে মাছ রফতানি করতে হবে : আশরাফুল

এবিএনএ : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, গুণগত মান নিশ্চিত করে বিদেশে মাছ রফতানি করতে হবে। মৎস শিল্প এদেশে অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। তাই এ শিল্পের গুণগতমান নিশ্চিত করে মাছ উৎপাদন ও প্রসেসিং করতে হবে।

মঙ্গলবার ময়মনসিংহের ত্রিশালে ভার্গো ফিস অ্যান্ড এগ্রো প্রসেসিংয়ের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ভার্গো ফিস অ্যান্ড এগ্রো প্রসেসিং লিমিটেডের চেয়ারম্যান সৈয়দা মাহবুবা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাকেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, ইসলামী ব্যাংকের এভিপি মোহন মিয়া খান, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মিত্তরঞ্জন বিশ্বাস, ভার্গো ফিস অ্যান্ড এগ্রো প্রসেসিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মেজর (অব.) শাফায়াত হোসেন প্রমুখ।

এর আগে মন্ত্রী ভার্গো ফিডের ভিত্তি প্রস্তরের ফলক উম্মোচন করেন এবং বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

Share this content:

Related Articles

Back to top button