
এ বি এন এ : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, যেখানে প্রতিযোগিতা নেই, সেখানে সাফল্য ও অগ্রগতির সম্ভাবনাও থাকে না। কলেজগুলোকে শিক্ষার মানোন্নয়নে প্রতিযোগিতা করতে হবে উল্লেখ করে তিনি আরো বলেন, তাহলে আমাদের শিক্ষার মান বাড়বে এবং উচ্চশিক্ষার উদ্দেশ্য সফল হবে।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগস্থ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ র্যাংকিং ২০১৫’র নির্বাচিত কলেজসমূহকে সম্মাননা স্মারক, সনদ ও পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।
শিক্ষামন্ত্রী বলেন, উচ্চশিক্ষার উদ্দেশ্য হচ্ছে বিশ্বমানের শিক্ষাদান, জ্ঞানের সৃষ্টি, জ্ঞান বিতরণ, শিক্ষার্থীদের মধ্যে অনুসন্ধিৎস্যু মন সৃষ্টি এবং তাদের মানবিক গুণাবলী অর্জনে সহায়তা দান।
তিনি আরো বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৬৮৫টি স্নাতক (সম্মান) কলেজের র্যাংকিং এবং শীর্ষ স্থানীয় কলেজসমূহকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও পুরস্কার প্রদানের উদ্যোগ উচ্চশিক্ষার পথকে প্রশ্বস্ত করবে।
অনুষ্ঠানে সর্বমোট ৬৭টি কলেজকে সম্মাননা স্মারক, সনদ এবং ৫ ও ১০ হাজার টাকা মূল্যের বই উপহার দেওয়া হয়।
পুরষ্কারপ্রাপ্ত কলেজগুলোর মধ্যে জাতীয় পর্যায়ের ৫ সেরা কলেজ হলো- রাজশাহী কলেজ, ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, ঢাকা কমার্স কলেজ, ঢাকা (বেসরকারি) ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, বরিশাল। এর মধ্যে জাতীয় পর্যায়ে সেরা সরকারি কলেজ হলো রাজশাহী কলেজ, সেরা বেসরকারি কলেজ ঢাকা কমার্স কলেজ ও সেরা মহিলা কলেজ ইডেন মহিলা কলেজ।
শিক্ষার মানোন্নয়নে এভাবে ঢাকা-ময়মনসিংহ অঞ্চল, চট্টগ্রাম অঞ্চল, খুলনা অঞ্চল, রাজশাহী অঞ্চল ও রংপুর অঞ্চলের প্রত্যেকের সেরা ১০ কলেজ এবং বরিশাল অঞ্চলের ৯ ও সিলেট অঞ্চলের ৮ সেরা কলেজসমূহকে সম্মাননা, সনদ ও পুরস্কার প্রদান করা হয়।
Share this content: