জাতীয়বাংলাদেশলিড নিউজ

গুজবে বিনিয়োগে ক্ষতির দায়ভার বিনিয়োগকারীর : প্রধানমন্ত্রী

এবিএনএ : গুজবে বা সাধারন ধারণার উপর ভিত্তি করে শেয়ার কিনে ক্ষতিগ্রস্থ হলে তার দায়ভার বিনিয়োগকারীর নিজের বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (০৮ জানুয়ারি) ‘দেশব্যাপী ফিন্যান্সিয়াল লিটারেসি’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে তিনি এ মন্তব্য করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, কোনো তথ্য না নিয়ে বিনিয়োগ করে অনেক বিনিয়োগকারী সব হারিয়ে ফেলে। এর জন্য সরকার ও অর্থমন্ত্রীকে দোষারোপ করা হয়। কিন্তু গুজবে বিনিয়োগ করে লোকসান করলে দায়ভাব নিজের।

প্রধানমন্ত্রী বলেন, আমরা হুজুগে মাতাল। সব হারিয়ে হায় হায় করি। সেটা যাতে না হয়, তার জন্য শিক্ষা প্রয়োজন। আর সঠিক বিনিয়োগে সিদ্ধান্ত নিতে বিনিয়োগকারীদের বিনিয়োগ শিক্ষা দরকার। বিএসইসির দেশব্যাপি ফিন্যান্সিয়াল লিটারেসি কার্যক্রমে তা পূরণ হবে। এতে বিনিয়োগকারীদের সচেতনতা বাড়বে ও সঠিক জায়গায় বিনিয়োগ করে লাভবান হতে সহযোগিতা করবে।

এ সময় বিনিয়োগ করার আগে বিনিয়োগকারীদেরকে কোম্পানি সর্ম্পক্যে সার্বিক তথ্য জানার আহ্বান করেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী, সংসদ সদস্য, অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিভিন্ন কমিশনের প্রধান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুঁজিবাজার-সংশ্লিষ্টরা।

Share this content:

Related Articles

Back to top button