আইন ও আদালতবাংলাদেশলিড নিউজ
গারো তরুণী ধর্ষণের অভিযোগে প্রধান আসামি রুবেল গ্রেফতার

এবিএনএ : রাজধানীর বাড্ডায় গারো তরুণী ধর্ষণের অভিযোগে প্রধান আসামি রুবেলকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার ভোরে বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে র্যাব তাকে গ্রেফতার করে।
র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ জানান, গত ২৬ অক্টোবর বাড্ডা এলাকার একটি বিউটি পার্লারের সামনে দুর্বৃত্তদের হাতে ওই তরুণী ধর্ষণের শিকার হন। ২৮ অক্টোবর ওই তরুণী বাদী হয়ে বাড্ডা থানায় রুবেলকে প্রধান আসামি করে একটি মামলা করেন।
ওই ঘটনায় সালাউদ্দিন নামে এক যুবককে গ্রেফতার করে রিমান্ডে নেয়। আজ ভোরে বিমানবন্দরে রেলস্টেশন এলাকা থেকে রুবেলকে গ্রেফতার করা হয়।
Share this content: