বিনোদন
‘গানওয়ালী’ নাকি ‘নাচনেওয়ালী’? (ভিডিও)

এবিএনএ : ‘পাঞ্জাবীওয়ালা’খ্যাত জনপ্রিয় গায়িকা শিরিন বাংলানিউজকে আগেই জানিয়েছিলেন যে, নাচে ভরপুর একটি গানের ভিডিও প্রকাশ করতে যাচ্ছেন তিনি। অবশেষে ইউটিউবে সবার জন্য উন্মুক্ত করা হলো সেটি। গানের শিরোনাম ‘গানওয়ালী’। গানটির ভিডিওর সঙ্গে নাচের ঝড় তুলেছেন শিরিন।
সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া ‘গানওয়ালী’ গানের কথা, সুর ও সংগীত করেছেন আভরাল সাহির। গানটির ভিডিও পরিচালনা করেছেন শিরিন জাওয়াদ নিজেই। শিল্পী জানান, ‘গানওয়ালী’ শিরোনামে তিন গানের একটি ইপি অ্যালবাম প্রকাশ করছেন তিনি। ভালোবাসা দিবস উপলক্ষে বাজারে আসবে এটি।
https://youtu.be/VshXFiDP4uY?t=41
Share this content: