গাজায় এক ঘণ্টায় দেড়শ’ বিমান হামলা, নিহত ৩৩

এবিএনএ : ফিলিস্তিনের গাজা উপত্যকায় বৃষ্টির মতো রকেট ছুড়ছে ইসরায়েল। টানা সপ্তম দিনের মতো সেখানে চলছে হামলা। উপত্যকাটিতে রোববার রাতে এক ঘণ্টায় দেড় শতাধিক রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা। এদিন ভোরের হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। ধ্বংসস্তূপের ভেতর থেকে হতাহতদের উদ্ধারের চেষ্টা চলছে।
ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে রোববারের হামলাকে ২০০০ সালে হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত হওয়া ‘সবচেয়ে তীব্র’ হামলা বলে আখ্যা দেওয়া হয়েছে। প্রতিবেদনেব বলা হয়েছে, গাজার আল-ওহেদা শহরকে কেন্দ্র করে অর্ধেকের বেশি রকেট ছোড়া হয়েছে। এতে আবাসিক ভবন, অবকাঠামো ও সড়ক ধ্বংস হয়েছে। রোববার রাতভর বোমা হামলায় ১৬ জনের মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচ থেকে পাঁচ শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে কর্তৃপক্ষ।
বেসামরিক প্রতিরক্ষাকর্মী মেদহাত হামদান বলেন, ধ্বংসস্তূপের নিচ থেকে আমরা এখনও মানুষের চিৎকার শুনতে পাচ্ছি। আমার যেন সব ভয় চলে গেছে। এখন আর বিস্মিত হই না। গত সপ্তাহে জেরুজালেমের আল-আকসায় পবিত্র জুমাতুল বিদা আদায়কে কেন্দ্র করে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘর্ষের শুরু। কয়েক বছরের মধ্যে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে এটাই সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা। সংঘর্ষের পর হামলায় এক সপ্তাহ ধরে গাজা উপত্যকায় ১৮১ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে হাজারের বেশি মানুষ।
Share this content: