এবিএনএ : ২০১৬ সালে ‘এম এস ধোনি’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় এই নায়িকার। বিপরীতে ছিলেন সুশান্ত সিং রাজপুত। তারপর তাকে খুব বেশি সিনেমায় দেখা না গেলেও হয়, খোলামেলা ছবি শেয়ার করে তিনি ইন্টারনেটে উত্তাপ ছড়াতে ভোলেন না। তিনি দিশা পাটানি। ইন্সটাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা দেখলেও চোখ কপালে উঠবে। ভক্তদের জন্য প্রতিদিনই ছবি কিংবা ভিডিও তিনি আপলোড করেন। আর তা ভাইরাল হতেও বিশেষ সময় লাগে না। সম্প্রতি একটি ছবি প্রকাশ করে ফের আলোচনায় দিশা।
ছবিতে তাকে দেখা গেলো কালো কেলভিন ক্লেনের অন্তর্বাসে। সামার স্পেশ্যাল ফটোশুটে এই অন্তর্বাস পরেছিলেন তিনি। এই ছবিতে লাইকের সংখ্যা! গুনে শেষ করতে পারবেন না। তবে এই ছবি দেখেই বোঝা গিয়েছে দিশা প্রতিদিন কতটা সময় দেন শরীরচর্চার পেছনে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সালমান খানের ‘ভারত’ ছবিটি। সেখানেও একটি ছোট চরিত্রে দেখা গিয়েছে দিশাকে। তবে সালমানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে খুবই খুশি দিশা।